সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বুধবার দুই জোটের সরকার থেকে গ্রিন পার্টি সরে যাওয়ায় নিয়োগের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন সোশ্যাল ডেমোক্র্যাট নেতা অ্যান্ডারসন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পদত্যাগ করা প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন পার্লামেন্টের স্পিকারের কাছে আশা প্রকাশ করেছেন, তিনি শিগগিরই একক দলের সরকারের প্রধান হিসেবে ফিরে আসবেন।

জোটের বাজেট বিল পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পর সরকার থেকে সরে যায় গ্রিন পার্টি।

এক সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘আমি স্পিকারকে বলেছি, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। আমি একক দলের- সোশ্যাল ডেমোক্র্যাট সরকারের প্রধানমন্ত্রী হতে প্রস্তুত।’

গ্রিন পার্টি জানিয়েছে, পার্লামেন্টে নতুন নিশ্চিতকরণ কোনো ভোট হলে তারাও ম্যাগডালেনা অ্যান্ডারসনকে সমর্থনে প্রস্তুত। সেন্টার পার্টি ভোটদানে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আর লেফট পার্টিও অ্যান্ডারসনকে সমর্থন দেবে বলে জানিয়েছে।