নির্বাচন কমিশন আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। আর তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর দ্য ডেইলি স্টারের।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এই নির্দেশনা দেন। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর যেকোনো সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় কঠোর সতর্কতা, টহল বাড়ানো এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে জোর দেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বৈঠকে অংশ নেওয়া ডিএমপির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক কর্মকর্তা জানান, বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন, কর্তৃপক্ষ অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করতে এবং দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করতে চায়।

প্রতিটি ঘটনার জন্য সংশ্লিষ্ট অপরাধ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে থাকায় প্রয়োজনে বাড়তি ব্যবস্থা নিতে নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। রাতের টহলের কার্যকারিতা বাড়াতে পুলিশকে জোরে সাইরেন ও হুইসেল ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে।

এক কর্মকর্তা বলেন, ‘সেবার মানসিকতা নিয়ে কর্মকর্তাদের ২৪ ঘণ্টা মাঠে থাকতে এবং যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হোসেনও নিশ্চিত করেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ গতকাল বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘সাদাপোশাক এবং ইউনিফর্মধারী পুলিশ ইতোমধ্যে শহরে টহল দিচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা চেকপোস্ট স্থাপন করছি।’