খুলনার দৌলতপুর থানার বিশেষ অভিযানে নিখোঁজ ভুক্তভোগী রহিমা বেগমকে উদ্ধারের স্বীকৃতি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুর রহমানসহ উক্ত দলকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে কেএমপি হেডকোয়ার্টার্সে এই পুরস্কার দেওয়া হয়। কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এ পুরস্কার দেন।

গত ২৪ সেপ্টেম্বর রাত ১১টা ১৫ মিনিটের দিকে ফরিদপুরের বোয়ালমারী থানার সৈয়দপুর এলাকা থেকে একটি বিশেষ টিমের নেতৃত্বের চালানো অভিযানে নিখোঁজ রহিমা বেগমকে উদ্ধার করা হয়। সেই কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ও ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু।