অনুষ্ঠানে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। ছবি : কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং ভিক্ষুক পুনর্বাসনের উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ অনেকে।

পুলিশ সুপার বলেন, আজকে যারা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে তারা ভাগ্যবান। আগামী দিনে তারা অত্যন্ত গর্ববোধ করতে পারবে। কুড়িগ্রামের অংশগ্রহণকারী শিক্ষার্থী ফুটবলারাই কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে কুড়িগ্রামে একই দিনে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে জেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃক ‘ভিক্ষুক পুনর্বাসন’-এর উপকরণ বিতরণ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, সিভিল সার্জন মন্জুর এ মুর্শেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, সরকারের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রায় এই যে সুবৃহত্তর সোস্যাল সেফটি প্রোগ্রাম তা নিসন্দেহে যে কোনো উন্নত দেশের চেয়ে কোনো অংশেই কম নয়। উন্নয়নের এই যাত্রায় সবাই যাতে অংশীদার হয়ে উঠতে পারে সে ব্যাপারে সবাইকে কাজ করতে হবে।