নিখোঁজ তুষার। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর দক্ষিণখান এলাকার বাসা থেকে গত ২০ আগস্ট কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যায় তুষার (২৬) নামের এক যুবক। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এই যুবকের সন্ধানে দক্ষিণখান থানায় গত ২২ আগস্ট সাধারণ ডায়েরি করেছেন তাঁর বাবা। এমন অবস্থায় তুষারের সন্ধান চেয়েছে পুলিশ।

তুষারের বাবা জানান, তুষার মানসিকভাবে অসুস্থ। গত ২০ আগস্ট বাসা থেকে বেরিয়ে যায়। সে সময় তাঁর পরনে ছিল নীল রঙের টিশার্ট ও ধূসর কালো রঙের প্যান্ট।

তিনি আরও জানান, তুষারের সঙ্গে কথা বললে মনে হবে সে স্বাভাবিক কিন্তু আসলে সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মেধাবী তুষার বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছে। গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় এক ব্যবসায়ী তাঁকে শনাক্ত করেন। কিন্তু এরপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

চিকিৎসকের বরাতে তুষারের বাবা জানান, দ্রুত সন্ধান পাওয়া না গেলে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে তুষার।

এমন অবস্থায় তুষারকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তাঁর বাবা। তুষারের সন্ধান পেলে ০১৬৭৫৮৪২৩৬৩, ০১৮৩১৭০৪৩৪৪, ০১৭১৮৩৩১৮৮১ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।