ক্রিস হিপকিন্স। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্নের পদত্যাগের পর দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিন্স। বর্তমানে তিনি দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর সমকালের।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন জেসিন্ডা আরডের্ন। এরপর ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে ক্রিস হিপকিন্সকে দলের মনোনীত একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ জন্য তিনিই হচ্ছেন জেসিন্ডা আরডের্নের পরবর্তী উত্তরসূরি।

প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম প্রকাশের পর প্রথমবারের মতো মিডিয়াকে দেওয়া বক্তব্যে ক্রিস হিপকিনস বলেন, ‘আমি মনে করি, আমরা একটি অবিশ্বাস্য শক্তিশালী দল। আমরা সম্মিলিতভাবে এই প্রক্রিয়ায় এসেছি এবং তা অব্যাহত থাকবে।’

তবে দলের সমর্থন পাওয়ার পরও প্রধানমন্ত্রী হতে আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকবে ক্রিসের জন্য। কারণ আগামী ৭ ফেব্রুয়ারি জেসিন্ডা আনুষ্ঠানিকভাবে গভর্নর জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর গভর্নর জেনারেল রাজা তৃতীয় চার্লসের পক্ষে ক্রিসকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।