অবরোধকে কেন্দ্র করে যানবাহনে আগুন দেওয়া প্রতিরোধে পরিবহনমালিক ও শ্রমিকদের ১০ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার এসব নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশ কাজ করছে। পাশাপাশি নাশকতা ঠেকাতে পরিবহনমালিক ও শ্রমিকদের এতে সম্পৃক্ত করার লক্ষ্যে এসব নির্দেশনা দেওয়া হলো।

ডিএমপির ১০ নির্দেশনা হলো: যাত্রীদের ছবি তুলে রাখা; নির্ধারিত স্থান ছাড়া (স্টপেজ) কোনো যাত্রী বাসে উঠতে বা নামতে পারবে না; বিভিন্ন স্টপেজে যাত্রী ও বাসের ছবি তুলে রাখা; বাসের দুটি দরজা থাকলে পেছনের দরজা অবশ্যই বন্ধ রাখা; রাতে এলোমেলোভাবে বাস পার্ক না করা; উন্মুক্ত স্থানে একাধিক বাস রাখলে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা রাখা; রাতে বাসে পরিবহনশ্রমিক কেউ যাতে না ঘুমান; বাসে সচেতনতামূলক স্টিকার লাগানো; চালক ও তাঁর সহকারী বাস রেখে একসঙ্গে বা খেতে বা বিশ্রামে না যাওয়া ও সহকারী ছাড়া চালককে একা গাড়ি চালাতে না দেওয়া।
এ ছাড়া নাশকতায় জড়িতদের তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছে ডিএমপি।
সূত্র: প্রথম আলো।