শিরোপা উদ্‌যাপন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ছবি : বাসস

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ‘এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) যশোরের শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে ৩০-১৯ গোলে হারায় আনসার।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনসারের আলপনা আক্তার।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, ফেডারেশনের সহসভাপতি মো. নূরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।