পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৪ নারী পাচারকারী। ছবি: বাংলাদেশ পুলিশ।

সিআইডির মানব পাচার প্রতিরোধ ইউনিট একটি নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ সহায়তাকারী ৪ জনকে গ্রেপ্তার করেছে। এই চক্র ভারতে নারীদের পাচার করে থাকে।

সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে রানা আহমেদ, মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান ওরফে শামীম ওরফে সাগরকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে।

এই আসামিরা অন্যদের সহায়তায় দুই বোনকে বেশি বেতনের লোভ দেখিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে গত বছরের ৪ মে ভারতে পাচার করে।

ভারতে অবস্থানরত অন্য আসামিদের সহায়তায় ওই দুই বোনকে পতিতালয়ে বিক্রি করা হয়। সেখানে তাঁরা যৌন নির্যাতনের শিকার হন।

পরে যৌনপল্লি থেকে পালিয়ে ভারতীয় পুলিশের সহায়তায় ভিকটিমরা চলতি বছরের ২২ মার্চ বাংলাদেশে ফেরত আসেন। এরপর তাঁরা আদালতে জবানবন্দি দেন। তাঁরা জানান, ভারতে তাঁদের পাচার করে পাচারকারীরা আর্থিকভাবে লাভবান হয়েছে।

সিআইডি জানায়, এই চক্রের দেশি-বিদেশি অন্য সদস্যদের তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানব পাচার প্রতিরোধ ইউনিট কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।