আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মানিত করেছে ফেনী জেলা পুলিশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বীরাঙ্গনা, সংগঠক ও নারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে ফেনী জেলা পুলিশ। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ ওমেন্স নেটওয়ার্কের (বিপিডব্লিইউএন) আয়োজনে ৮ মার্চ (মঙ্গলবার) পুলিশ সুপার কার্যালয়ে ফোর্সেস ওয়েটিং শেডে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা। সম্মানিত অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলায় সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছিমা আক্তার। বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের, নারী উদ্যোক্তা নাজরানা হাফিজ অম্লান, স্বেচ্ছাসেবী সংগঠক মনজিলা মিমি, নারী নায়েক মিনান নাহার মিনা, কনস্টেবল জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে ফেনীর বীরাঙ্গনা এবং ফেনী জেলার নারী সংগঠক, নারী উদ্যোক্তা, নারী রাজনীতিকদের মাঝে শুভেচ্ছা স্মারক ও উপহারসামগ্রী দেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।