নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য দিচ্ছেন জেলা পুনাক সভানেত্রী সোহানা তারিক। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নাটোরের উদ্যোগে শনিবার (২৫ নভেম্বর) সদর উপজেলার দিঘাপতিয়া বালিকা শিশু সদনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বালিকাদের মাঝে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেন জেলা পুনাক সভানেত্রী সোহানা তারিক।

শিশু সদনে প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করছেন পুনাক সভানেত্রী সোহানা তারিক । ছবি: বাংলাদেশ পুলিশ

মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে শিশু সদনে বালিকাদের সুস্থ থাকার বিভিন্ন কৌশল এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুরাইয়া জাহান।
শিশুদের মাঝে খাবার বিতরণ। ছবি: বাংলাদেশ পুলিশ

ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে পুলিশ নারী কল্যাণ সমিতি নাটোর কর্তৃক আয়োজিত শিশু সদনে বালিকাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক।
দিঘাপতিয়া বালিকা শিশু সদনে উপস্থিত এতিম শিশুরা। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মাহমুদা শারমিন নেলী। এ সময় উপস্থিত ছিলেন পুনাক নাটোরের অন্য সদস্যরা।