নাগেশ্বরীর একটি বাজারে পুলিশের তদারকি চলছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলার নাগরিকদের কেনাকাটার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নাগেশ্বরী থানা এলাকার বিভিন্ন মার্কেট ও বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

একই সাথে ব্যবসায়ীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে জন্য উপস্থিত বণিকবৃন্দের সাথে সিকিউরিটি, সিসিটিভি, নাইট গার্ড, অর্থ ব্যবস্থাপনাসহ চুরি, ছিনতাই প্রতিরোধে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার।

মতবিনিময়ের সময় পুলিশ সুপার বলেন, ক্রেতাদের পরম আস্থা অর্জনই আধুনিক ব্যবসার মৌলিক ভিত্তি। ব্যবসায়ীরা যেন ক্রেতাদের পরম শ্রদ্ধায় গ্রহণ করেন এবং একই সাথে সুলভ মূল্যে পণ্য বিক্রি করেন।

তিনি মার্কেটসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভি, ফায়ার হাইড্রেন ব্যবস্থাসহ চুরি, ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা আধুনিকায়ন করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

ঈদ সামনে রেখে কোনো কুচক্রী মহল যেন বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে মার্কেট কমিটির সকল নেতার সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। মার্কেট কমিটির সকল নেতা জেলা পুলিশের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. সুমন রেজা, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মো. মোর্শেদ হাসান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, পুলিশ ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. তামবিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।