১ এপিবিএনের অভিযানে উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি: পুলিশ নিউজ

চলতি বছরের নভেম্বরে ৭১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১ এপিবিএনের অধিনায়ক জানান, মোবাইল ফোন হারানো, অনলাইনে আর্থিক প্রতারণা এবং সোশ্যাল মিডিয়া আইডি হ্যাকিংয়ের অভিযোগ পাওয়ায় এপিবিএন হেডকোয়ার্টার্স সিআইএ শাখার সহায়তায় অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগীরা তাঁদের মোবাইল ফোন ফেরত পেয়ে ১ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১ এপিবিএনের অধিনায়ক আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং জনসাধারণকে মোবাইল ক্রয়ের সময় রসিদ এবং বক্স দেখে ক্রয় করার অনুরোধ করেন। এ ছাড়া এ ধরনের সহায়তা পেতে ১ এপিবিএনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করেন।