মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করেন। ছবি: বাসস

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণকাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।

২৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
বঙ্গভবনের একজন মুখপাত্র আজ জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন। খবর বাসসের।

এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

মহামান্য রাষ্ট্রপতি তাঁর নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারক করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।