এক নন পুলিশ স্টাফের হাতে ঈদ উপহার তুলে দিচ্ছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শেরপুর জেলা পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল ) পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত নন পুলিশ, আনসার ও আউটসোর্সিং স্টাফদের মাঝে এসব উপহার বিতরণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় নন পুলিশ, আউটসোর্সিং স্টাফদের জেলা পুলিশের অবিচ্ছেদ্য অংশ আখ্যা দেন পুলিশ সুপার।

একই সঙ্গে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং যেকোনো সংকটে বা প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত নন পুলিশ, আনসার ও আউটসোর্সিং স্টাফদের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আউটসোর্সিং ও চতুর্থ শ্রেণীর ৪৩ জন এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১১ জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী (শার্ট, শাড়ি, চাল, সেমাই, চিনি, ও তেল) বিতরণ করা হয়।