পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা ভ্যান। ছবি : বাংলাদেশ পুলিশ

নড়াইল থানা-পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ভ্যান ও মোবাইল ফোন।

রোববার (৯ এপ্রিল) দিবাগত রাতে বিছালী ক্যাম্প পুলিশের চেকপোস্টে সোহাগ মোল্যা (২০) নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নড়াইল সদর থানা এলাকায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, প্রতি দিনের মতো গত ৯ এপ্রিল বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন ভুক্তভোগী আবদুল্লাহ। পুরাতন বাস টার্মিনাল থেকে এক যাত্রী তাঁর ভ্যানে চড়েন। এক পর্যায়ে কৌশলে তাঁকে চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় পান করান ওই যাত্রী। পরে ভুক্তভোগীকে অচেতন অবস্থায় রেখে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন তিনি।