গত বছরের এপ্রিলের পর এই প্রথম করোনাভাইরাসে মৃত্যুহীন একটি দিন এল বাংলাদেশে। ২০ নভেম্বর (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হওয়ায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৭ জনই রয়েছেন। গত এক দিনে ১৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। এ নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ দেশ করোনায় প্রথম মৃত্যু দেখে প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর, ১৮ মার্চ। এরপর ২০২০ সালের ৩ এপ্রিল বাংলাদেশ করোনায় মৃত্যুহীন দিন কাটায়। তারপর এমন মৃত্যুহীন দিন এল ২০ নভেম্বর।