নড়াইলে টিআরসি পদের নিয়োগ পরীক্ষার বাছাই পর্বের তৃতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণকারীরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘চাকরি নয়, সেবা’- এই প্রত্যয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় ধাপ গতকাল মঙ্গলবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল হয়েছে ‘ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট’। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন প্রার্থীদের পরীক্ষার শুরুতে প্রতিটি ইভেন্টের নিয়মকানুন সম্পর্কে সুস্পষ্টভাবে ব্রিফ করেন।

তিনি এ সময় চাকরিপ্রত্যাশীদের নিজ যোগ্যতার ওপর আস্থা রাখা এবং দালাল চক্রের খপ্পরে পড়ে নিয়োগসংক্রান্ত ব্যাপারে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য আহ্বান জানান।

নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স মনোনীত প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ নিয়োগ কার্যক্রমসংশ্লিষ্ট পুলিশ সদস্যরা এ সময় অত্যন্ত তৎপর ছিলেন।