স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদকজয়ী রূপালী খাতুনকে মঙ্গলবার সংবর্ধনা দেন নড়াইলের এসপি। ছবি: পুলিশ নিউজ

জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী রূপালী খাতুনকে সংবর্ধনা দিয়েছেন নড়াইল জেলার ক্রীড়ানুরাগী পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন।

মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

রূপালী খাতুন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশী দক্ষিণপাড়া গ্রামের কৃষিজীবী টুকু মিয়ার মেয়ে। ২০১৭ সালে রূপালীর ক্রীড়াঙ্গনে প্রবেশ। রূপালী ২০২২ সালে জাতীয় পর্যায়ে বিকেএসপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন। পরবর্তী সময়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ১৬তম স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে সাঁতারে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করে বাকপ্রতিবন্ধী অদম্য এই রূপালী খাতুন। মোট ১৯১টি দেশের মধ্যে বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় একটি গ্রুপে স্বর্ণপদক ও অন্য একটি গ্রুপে ব্রোঞ্জপদক জয় করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রূপালী খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। ওই সময় নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার তাঁকে উপহার সামগ্রী, ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেন।