উদ্ধার করা মালামাল ও টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি বাসায় সংঘটিত চুরির রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। চুরির মালপত্র উদ্ধারের পাশাপাশি এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ মে) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আসামি মো. ফারুকী ইসলাম পুলককে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে স্বর্ণের লকেট, চেইন, নাকফুল ও কানের দুল, হীরার আংটি, ১০০ মার্কিন ডলার, দুটি মোবাইল ফোন ও ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

ধানমন্ডি জোনাল টিমের লিডার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, ওই বাড়িতে চুরির ঘটনায় গত ১২ মার্চ ধানমন্ডি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। এরপর ছায়া তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। বুধবার ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।