ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্ততরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে শনিবার এ তথ্য জানানো হয়েছে। খবর বাসস।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকায় নতুন রোগী ভর্তির সংখ্যা ২১৪ জন। এ ছাড়া অন্য বিভাগগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ৫১।
ইমারজেন্সি রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৫৬৯ রোগী।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১১১ জন।
ঢাকার ৪১টি হাসপাতালে ৯৬৭ জন ও অয বিভাগের হাসপাতালগুলোতে ১৪৪ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছে।
গত ১ জানুয়ারি থেকে আজ ২৮ আগস্ট পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৪১৫ জন। এই সময়ে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হয়েছে।