পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৩ ডাকাত। ছবি: বাংলাদেশ পুলিশ।

সাতক্ষীরার দেবহাটা থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় একটি আগ্নেয়াস্ত্র, অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র ও গুলিসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- বিশ্বস্ত সূত্রে এমন খবর পেয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা নওয়াপাড়া ইউনিয়নের দেবিশহর গ্রামের একটি আম বাগান থেকে হইতে মো. শরিফুল ইসলাম গাজী(৩৫), মো. কামরুল গাজী (৫০) ও মো. মুরশিদ আলী সরদার(৫০) নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১টি কাটা রাইফেল,৭ রাউন্ড গুলি,২টি রামদা,১টি রাউডি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র ও গুলি। ছবি: বাংলাদেশ পুলিশ।

গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১টি অস্ত্র মামলা ও ১টি ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে।

আসামিদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।