সাতক্ষীরার দেবহাটা থানার অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি: সাতক্ষীরা জেলা পুলিশ

সাতক্ষীরার দেবহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় একজন এবং জিআর পরোয়ানা মূলে দুজনসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোমবার রাতে এসআই শেখ মো. গোলাম আজম, লালচাদ আলী, হাফিজুর রহমান, এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার একটি মামলার আসামি মো. মিজানুর রহমান গাজীকে (৫৫) গ্রেপ্তার করেন।

এছাড়াও জিআর মামলার আসামি আবু লাহাব ওরফে লাপ্প (৩৩) ও মো. শহিন ওরফে খুর শাহিনকে (২৮) দেবহাটা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।