পুলিশ হেডকোয়ার্টার্সে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ছবি: ডিএমপি নিউজ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নৌ পুলিশের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএমের সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খবর ডিএমপি নিউজের।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা-পূর্ববর্তী,পূজাকালীন প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

নৌ পুলিশ প্রধান উপস্থিত সকলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাঁর বক্তব্যে জানান, নৌ পুলিশের অধিক্ষেত্রে নদীকেন্দ্রিক ৭৭টি  গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জন ঘাট ও ৭৯২টি পূজামণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। একটি সুন্দর ও নিরাপদ পূজা উদযাপনে নৌ পুলিশ সব সময় পাশে থাকবে ।

এই সভায় সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ; সভাপতি মহানগর সর্বজনীন পূজা কমিটি, সহসভাপতি মহানগর সর্বজনীন পূজা কমিটি, কাউন্সিলর ৩৬ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যুগ্ম আহ্বায়ক, বিসর্জন ঘাট, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা, কোষাধ্যক্ষ মহানগর পূজা উদযাপন কমিটি, সভাপতি মহানগর পূজা পরিষদ, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদসহ নৌ পুলিশের সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।