ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুদিনের সরকারি সফরে আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস উদযাপনের এক দিন পর তিনি ঢাকা এলেন। খবর বাসসের।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রসচিবকে স্বাগত জানান।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শ্রিংলা আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতের পররাষ্ট্রসচিব আজ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিবের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্রসচিবের এই সফর দুদেশের মধ্যকার ব্যাপক সহযোগিতা পর্যালোচনার সুযোগ তৈরি করবে।

মন্ত্রণালয় আরও জানায়, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। শ্রিংলার সফর এই প্রস্তুতির জন্যও সহায়ক হবে।