মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার করা ফেনসিডিল। ছবি: ডিএমপি নিউজের।

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার কারবারিরা হচ্ছেন মো. মেহেদী হাসান ও মো. আল আমিন।

গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, কতিপয় মাদক কারবারি দারুস সালাম থানার গাবতলী নন্দারবাগ এলাকার একটি দোকানের সামনে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে ট্রাকসহ অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও আল আমিনকে ট্রাকসহ গ্রেপ্তার করা হয়। ট্রাক তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে।