হাইওয়ে পুলিশের হেফাজতে আটক দুই ছিনতাইকারী। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুমিল্লার দাউদকান্দিতে একটি বাসে ছিনতাইকারীদের হামলার পর হাইওয়ে পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করেছে।

২৮ মে রাতে ঢাকা থেকে হোমনাগামী (ঢাকা মেট্রো-জ ১১-০৩১২ নং) বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী উঠে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ৩০ হাজার টাকা নিয়ে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা মোহাম্মদ রুবেল (২৭) ও মোহাম্মদ আলামিন (৩১) নামের দুই ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয়। অপর ছিনতাইকারী মোহাম্মদ শিশির (৩৫) বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যান।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল পার্টি রাত সাড়ে ১০টার দিকে রাবেয়া ফিলিং স্টেশনের সামনে গাড়িটির গতিরোধ করে আটক ছিনতাইকারীদের হেফাজতে নেয়।

তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করে।

তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।