দর্শনা থানা-পুলিশের অভিযানে উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জব্দ মোটরসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। দর্শনা থানা এলাকায় ৩১ জুলাই (সোমবার) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।

জেলা পুলিশ জানায়, দর্শনা থানা-পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই বেলা পৌনে ৩টার দিকে দর্শনা থানার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে মো. মিলন হোসেনের (২৯) ভাড়া বাসার বারান্দা থেকে ৪ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক দাম ৬ লাখ টাকা। এ ঘটনায় আসামি মিলন পলাতক রয়েছেন। তবে তাঁর মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামি মিলনের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় আরেকটি মামলা হয়েছে।