বাঙ্গরা বাজার থানা-পুলিশের হেফাজতে মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা-পুলিশের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নোয়াপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে মনির হোসেন (৩৬)। এ সময় তাঁর কাছ থেকে ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

জানা যায়, গত রোববার বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপিতলা ইউনিয়নে রাজা চাপিতলা-বিষ্ণুপুরগামী সড়কে পিকআপ গাড়ি তল্লাশি করে ৩৫ কেজি গাঁজাসহ মনিরকে গ্রেপ্তার করেন তাঁরা।

পরে মাদকদ্রব্য বহনকারী ওই পিকআপ জব্দ করা হয়। এ ব্যাপারে ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।