দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোউইন উৎসবে পদদলিত হয়ে অন্তত ১৫১ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাতে সিউলের ইতেওন এলাকায় এ দুঘর্টনা ঘটে। হ্যালোউইন উৎসব উযাপনকারীদের কাছে এই ইতেওন এলাকা খুব আকর্ষণীয় স্থান।

দেশটিতে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর এ উৎসব বন্ধ ছিল। এবারই আবার শুরু হওয়া এ উৎসবে এক লাখেরও বেশি লোক অংশ নিয়েছিলেন। সরু গলিপথ ও রাস্তায় লোকজন উপচে পড়ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ্বাসরুদ্ধকর ভিড় ঠেলে লোকজন বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে এক জন আরেক জনের ওপর স্তূপের মতো আছড়ে পড়েন।

ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, এ ঘটনায় অন্তত ১৫১ জন মারা গেছেন, তাঁদের মধ্যে ৯৭ জন মহিলা ও ৫৪ জন পুরুষ।

ফায়ার ডিপার্টমেন্ট বলছে, আহত ৮২ জনের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।