সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত মোড়ে শনিবার (২৯ অক্টোবর) জোড়া বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ এ কথা জানান। খবর বাসসের।

ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০০ জন মারা গেছে এবং ৩০০ জন আহত হয়েছে। মৃত ও আহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালানোর পর ব্যস্ত জোবে জংশনের কাছে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরকভর্তি দুটি গাড়ি বিস্ফোরিত হয়।

বিকেলের বিস্ফোরণে আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং ধারালো টুকরোগুলো আশপাশে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বাতাসে ধোঁয়া ও ধুলো ছড়িয়ে পড়ে।

হামলাটি একই ব্যস্ত মোড়ে ঘটে যেখানে ২০১৭ সালের ১৪ অক্টোবর বিস্ফোরকভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। সে সময় ৫১২ জন নিহত ও ২৯০ জনেরও বেশি আহত হয়।