ময়মনসিংহের ত্রিশাল থানার অভিযানে গ্রেপ্তার দুই ছিনতাইকারী। ছবি: পুলিশ নিউজ

ময়মনসিংহের ত্রিশাল থানা-পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পাশাপাশি ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে শিরিনা আক্তার (২৮) তাঁর বড় ভাই এমদাদুল হককে নিয়ে প্রবাসী স্বামীর পাঠানো টাকা সোনালী ব্যাংকের ত্রিশাল শাখা থেকে উত্তোলন করেন। তাঁরা রিকশায় করে ত্রিশাল থানাধীন ইভা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে অনুসরণ করা দুই ছিনতাইকারী ভুক্তভোগীর রিকশার গতিরোধ করে তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ময়মনসিংহের রাস্তায় চলে যান।
ভুক্তভোগী ঘটনাস্থলে চিৎকার করলে ত্রিশাল বাসস্ট্যান্ডে থাকা টহল পুলিশের সদস্যরা ধাওয়া করে বেলা আড়াইটার দিকে ত্রিশাল থানাধীন বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় থেকে মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসান সাব্বির (২৫), যাদের নামে ত্রিশাল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

ছিনতাইকারীদের কাছ থেকে ছয় লাখ টাকা, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে ত্রিশাল থানা-পুলিশ