গোল উদযাপন করছেন পিএসজির ফুটবলাররা। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল এবং লিওনেল মেসি ও আচরাফ হাকিমির গোলে লিলেকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।

রোববার (২১ আগস্ট) রাতে লিলির মাঠে গোল উৎসবে মাতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

লিওনেল মেসির পাস থেকে মাত্র ৮ সেকেন্ডে গোল করেন এমবাপ্পে।

এরপর মেসি, নেইমার ও হাকিমির গোলে বিরতির আগেই ৪-০ গোলের লিড পায় প্যারিসের জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেইমার দলের হয়ে পঞ্চম গোলটি করেন। ৫৪ মিনিটে জোনাথান বাম্বা লিলির হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ম্যাচ শেষে তা সান্ত্বনার গোল হয়ে থেকেছে। ৬৬ ও ৮৭ মিনিটে এমবাপ্পে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন। আর এই দুই গোলেরই জোগানদাতা ছিলেন নেইমার।

চলতি সপ্তাহজুড়েই পিএসজি শিবিরে চলছিল নেইমার-এমবাপ্পের শীতল সম্পর্ক নিয়ে অস্বস্তি। মাঠের পারফরম্যান্সে অবশ্য কেউই কোনো ছাড় দেননি।

ম্যাচ শেষে পিএসজি বস ক্রিস্টোফে গালতিয়ার বলেন, ‘মাঠে দুজনকেই খুশি দেখাটা সত্যিকার অর্থেই দারুণ স্বস্তির। তাঁরা আজ একে অপরের জন্য খেলেছেন। দুজনের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই প্রতিভা যখন একসঙ্গে বিকশিত হয়, তখন ম্যাচটি উপভোগ্য হওয়াটাই স্বাভাবিক।’