গ্রেপ্তার আসামিরা। ছবি : জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে নম্বরপ্লেটবিহীন ট্রাকসহ গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সোমবার (২২ আগস্ট) এসব তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, রোববার (২১ আগস্ট) বাসন থানার একটি মামলা তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা এসআই দীপঙ্করের নেতৃত্বে অভিযান চালিয়ে পেশাদার গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মাসুম (২০), আব্দুস সালাম ওরফে হৃদয় উরফে অন্তর (২৬), মো. সাইফুল ইসলাম (৩৮), আবু রায়হান (২২)। ওই সময় জব্দ করা হয় চোরাই কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন ট্রাক, রশি, ত্রিপল এবং একটি নম্বরপ্লেট।

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া হাসান লেন এলাকা এবং এরশাদনগরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন হুমায়ুন ও মুন্না হোসেন সাইদ। টঙ্গী পূর্ব থানায় তাঁদের নামে মামলা হয়েছে।