জব্দকৃত গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। তাঁদের নাম মরিয়ম আক্তার ও শাহিনুর আক্তার। খবর ডিএমপি নিউজের।

গতকাল বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, দুজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) সাব-পোস্ট অফিসের সামনে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তাঁদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।