জব্দকৃত গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রাজু ও মোছা. মনি আক্তার।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাঁরা বিক্রি করতেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।