ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। ছবি : সংগৃহীত

তুরস্কে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে গত ৬ ফেব্রুয়ারি ভবনের নিচে চাপা পড়েন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু (৩১)। প্রায় দুই সপ্তাহ পর ধ্বংসস্তুপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) আতসুর এজেন্ট টুইটারে লিখেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, আজ সকালে ক্রিশ্চিয়ান আতসুর লাশ উদ্ধার করা হয়েছে।’

ঘানার জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলা এই ফুটবলার হ্যাতাই শহরের একটি ভবনে থাকতেন। সেখানেই চাপা পড়েছিলেন তিনি।

চলতি মৌসুমে তুরস্ক সুপার লিগের ক্লাব হ্যাতাইস্পোরের হয়ে খেলছিলেন তিনি। ভূমিকম্পের পর দিনই ক্লাবটি জানিয়েছিল, আতসুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একদিন পরই এই বক্তব্য থেকে সরে আসে ক্লাবটি।

গত সেপ্টেম্বরে তুরস্ক সুপার লিগের ক্লাব হ্যাতাইস্পোরে চুক্তিবদ্ধ হন আতসু। নিউক্যাসল ইউনাইটেড, এভারটন ও পোর্তোয় খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ভূমিকম্পের আগের দিন কাসিমপাসার বিপক্ষে ম্যাচে গোল করে হ্যাতাইস্পোরকে জেতান তিনি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলেছেন আতসু।