পুলিশি হেফাজতে কয়লাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ ১ হাজার ৫০০ কেজি ভারতীয় কয়লাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তি এসব কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে এনেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মৃদুল কান্তি সরকারের নেতৃত্বে ছিলেন একটি টিম ১৬ মার্চ বেলা সাড়ে ৩টায় তাহিরপুর থানাধীন শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া এলাকায় যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নূর আহমদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের টিম তাঁর কাছ থেকে ৬০টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১ হাজার ৫০০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করে।

গ্রেপ্তার আসামি জব্দ করা কয়লার আমদানিসংক্রান্ত সমিতির কাগজপত্র, বিল অব এন্ট্রি, এলসির কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।