পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৬ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ কেজি ভারতীয় কয়লাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা-পুলিশের একটি দল আজ ১৫ জুলাই ভোর ৫টা ২৫ মিনিটে তাহিরপুর থানাধীন জয়পর (নতুনহাটি) এলাকার টাঙ্গুয়ার হাওরপাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে ওই ৬ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হারুন মিয়া (১৯), মো. মামুন হোসেন (২২), মো. সাইদুল হক (২৪), মো. আলমগীর হোসেন (২৪), মো. আতিকুল ইসলাম (২০) ও মো. মনির হোসেন (২৯)।

এরপর তাঁদের হেফাজতে থাকা ২০ কেজি করে ৪২০ বস্তা ভারতীয় কয়লা (সর্বমোট ৮৪০০ কেজি) জব্দ করা হয়। সে সঙ্গে আটক করা ইঞ্জিনচালিত নৌকাটিও জব্দ করা হয়।

উদ্ধার কয়লার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা কয়লার আমদানিসংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

তাঁরা পরস্পর যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।