রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় কয়েকজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।

আরএমপির বিভিন্ন থানা এলাকায় ১০ মে (মঙ্গলবার) থেকে ১১ মে (বুধবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে দুজন, রাজপাড়া থানা এলাকা থেকে দুজন, চন্দ্রিমা থানা এলাকা থেকে দুজন, মতিহার থানা এলাকা থেকে একজন, কাটাখালী থানা এলাকা থেকে দুজন, বেলপুকুর থানা এলাকা থেকে দুজন, শাহ মখদুম থানা এলাকা থেকে তিনজন, পবা থানা এলাকা থেকে দুজন, কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে একজন ও দামকুড়া থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে ছয়জন পরোয়ানাভুক্ত আসামি। বাকিদের মধ্যে ১০ জনকে মাদকসহ এবং পাঁচজনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসহ গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন, ১৩টি ইয়াবা বড়ি, ৫ লিটার দেশীয় চোলাই মদ ও ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।