পেসার তাসকিন আহমেদের বলে আঘাত পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। তবে তাঁদের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। খবর প্রথম আলোর।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় চোটে পড়েন তাঁরা।

তাসকিনের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে আফিফের ডান হাতে চোট লাগে। সঙ্গে সঙ্গেই উইকেটের পাশে শুয়ে পড়েন আফিফ। এরপর ব্যথা নিয়ে আফিফ ইনডোর ছেড়ে ড্রেসিংরুমে ফিরে আসেন। সঙ্গে ছিলেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। এরপর আর ড্রেসিংরুম থেকে বের হননি আফিফ।

আফিফের চোট গুরুতর নয় জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আফিফের চোট ততটা গুরুতর নয়। সে রকম কিছু হলে তো ভেতর থেকে স্ক্যান করতে বলত। যেহেতু বলেনি, আমার মনে হয়, খারাপ কিছু নয়। এ নিয়ে আমাকে কিছু জানায়নি। অমন কিছু হলে আমাকে জানানো হতো।’

কিছুক্ষণ পর তাসকিনের বোলিংয়ে পায়ে চোট পান মুশফিক। তবে মুশফিককে পরে আবার ব্যাটিং করতে দেখা গেছে।