ঢাবির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে দেখা গেছে, ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন ৬ হাজার ১১১ জন। যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৩৬ জন মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, গত ১১ জুন অনুষ্ঠিত এ পরীক্ষায় ৭১ হাজার ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৪ হাজার ৮১১ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৫ জন এবং মানবিক বিভাগ থেকে ২৯৫ জন ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।