ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের পোস্টার ও স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: ডিএমপি নিউজ

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) পোস্টার ও স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন জাইকা-বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

প্রধান অতিথির বক্ত্যবে ডিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে জাইকা আমাদের সাথে কাজ করছে। আজকের প্রতিযোগিতায় রোড সেফটির ওপর ছাত্র-ছাত্রীরা সুন্দর সুন্দর স্লোগান লিখেছে এবং প্রত্যেকের আইডিয়া সুন্দর ছিল। আমাদের ইচ্ছা ছিল সবাইকেই প্রথম পুরস্কার দেওয়ার, কিন্তু দেওয়ার সুযোগ না থাকায় পুরস্কার দিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করার চেষ্টা করছি। তোমরা যদি সচেতন হও, তোমরা অন্যদের সচেতন করতে পারবে। রোড সেফটিতে সতর্কতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
পোস্টার ও স্লোগান প্রতিযোগিতার লক্ষ্য জাপানের অনুশীলনকে অন্তর্ভুক্ত করে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী এবং নিরাপত্তা দূত হিসেবে তাদের তৈরি করা।