ঢাবিতে এনআইডির জন্য স্থাপিত অস্থায়ী বুথের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ছবি : বাংলাদেশ প্রতিদিন।

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচন কমিশনের সহযোগিতায় স্থাপিত সাত অস্থায়ী বুথের কার্যক্রম উদ্বোধন করেন।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এসব বুথে এনআইডির আবেদনপত্র গ্রহণ করা হবে। খবর বাংলাদেশ প্রতিদিনের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বুথগুলো ডেডিকেটেড বুথ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করা হলে তারা এটির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য একটি গাইডলাইন তৈরি করা আছে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য অন্যদের যে শর্তগুলো থাকে, সেগুলো অনেক ক্ষেত্রে সহজ করে দেওয়া হয়েছে।’

রেজিস্ট্রেশনের নিয়ম
জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরি করা গাইডলাইন অনুযায়ী, নিবন্ধনের জন্য এনআইডি কার্ড নেই, এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ওয়েব লিংক (services.nidw.gov.bd/new_voter)-এ গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা এবং একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি প্রিন্ট করে শনাক্তকারী (ফরমের ৩৪ ও ৩৫ নম্বর ঘর) ও যাচাইকারীর (ফরমের ৪০, ৪১ ও ৪২ নম্বর ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবি এবং এনআইডি-সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে।

এরপর (ssl.du.ac.bd/studentlogin)– লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের একাডেমিক ই-মেইল দিয়ে লগ-ইন করে ড্যাশবোর্ডে থাকা ‘NID-এর জন্য নিবন্ধন করুন’ সেকশনে গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমএসের মাধ্যমে বুথে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ টিএসসির কেন্দ্রে উপস্থিত হতে হবে।

কোনো শিক্ষার্থী যদি ইতিমধ্যে নিজ এলাকার নির্বাচন কমিশন অফিসে আবেদনপত্র জমা এবং ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিয়ে থাকেন, তবে (ssl.du.ac.bd/studentlogin) – ঠিকানায় গিয়ে ড্যাশবোর্ডে থাকা ‘আমি উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করেছি কিন্তু এনআইডি নম্বর পাইনি’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে শিক্ষার্থীদের এনআইডি প্রাপ্তি নিশ্চিত করবে।

আর যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি না দিয়ে থাকেন, তাহলে নতুন করে ভোটার নিবন্ধন ফরম পূরণ করবেন। আর (ssl.du.ac.bd/studentlogin) – ঠিকানায় গিয়ে ‘আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে NID-এর আবেদন জমা দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করিনি’ অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।