তামিম ইকবাল। পুরোনো ছবি

ইনজুরি যেন সঙ্গী হয়েছেন তামিম ইকবালের। কোনোভাবেই পিছু ছাড়ছে না।

হাঁটুর চোট থেকে সুস্থ হতে প্রায় তিনি মাস বিশ্রামে ছিলেন এই টাইগার ওপেনার। এই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) দিয়ে।
ইপিএল খেলতে গিয়ে আবারও ইনজুরির শিকার হন তামিম। খবর ঢাকা পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। এ জন্য আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন। ইতিমধ্যে আঙুলের স্ক্যানও করা হয়েছে।

স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে ওয়ানডে দলের অধিনায়কের আঙুলে। এ জন্য অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, নেপাল থেকে আজ সকাল ৯টায় ঢাকায় আসেন তামিম। এরপর তাঁকে স্ক্যানের জন্য নেওয়া হয়। চোটের জায়গায় ফ্র্যাকচার ধরা পড়েছে। চোটের যে ধরন, তাতে অন্তত তিন সপ্তাহ লাগবে পুরোপুরি সুস্থ হতে।

চলতি বছরের মাঝামাঝি জিম্বাবুয়ে সফরে গিয়ে শুধু ওয়ানডে সিরিজ খেলে ইনজুরি নিয়ে দেশে ফেরেন তামিম ইকবাল। দেশে ফিরলে শুরু হয় তাঁর চিকিৎসা।

প্রায় ১২ সপ্তাহর বিশ্রাম নিয়ে ফিটনেস ট্রেনিংয়ের পর স্কিল ট্রেনিং করেন তামিম। এর মধ্যে ডাক পান নেপালের ইপিএল খেলার জন্য। কিন্তু সেখানে গিয়েও নতুন করে ইনজুরির কবলে পড়লেন দেশসেরা এই ওপেনার।