জব্দ করা জাল স্ট্যাম্প তৈরির মেশিন

রাজধানীতে জাল রেভিনিউ স্ট্যাম্প কারখানায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব।
রোববার রাতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ও মিরপুর-২ এলাকায় ওই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মোতাহার মিয়া (২৬), মো. মিকাইল মিয়া (২০) ও মোছা. আম্বিয়া পারভেজ লুপা (২০)।

র‌্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা জাল রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্প ও নন জুডিশিয়াল স্ট্যাম্প ‘তৈরি ও সরবরাহকারী চক্রের’ সক্রিয় সদস্য।

“ছয় মাসের বেশি সময় ধরে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রনযোগ্য বিভিন্ন রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে তৈরি ও বিক্রি করে আসছিল তারা।”

ওই কারখানা থেকে প্রায় ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দের পাশাপাশি কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং সেগুলো তৈরির প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে র‌্যাব।