কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ মাদক কারবারি।ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ দুটি পৃথক অভিযানে ৩৪ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেল ও ৬ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জেলার উলিপুর থানার পুলিশের একটি চৌকস টিম গত ২ নভেম্বর রাত ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ধামশ্রেণী ইউনিয়নের সোবহান বাজার চৌমুহনী টু রাণীগঞ্জ যাওয়ার সড়ক থেকে ৩৪ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ কুখ্যাত দুই মাদক কারবারি উলিপুরের দলদলিয়া গ্রামের মো. বায়েজিদ বোস্তামী (২২) ও একই গ্রামের মো. শফিকুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে।

অন্যদিকে সদর থানার একটি টিম একইদিন রাত ১০টার দিকে অপর একটি অভিযানে কুড়িগ্রাম পৌরসভাধীন জলিল বিড়ি মোড় এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি মুক্তারপাড়া গ্রামের বেলাল হোসেনকে (৩১) ৬ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

কুড়িগ্রামের সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি বেলাল হোসেন। ছবি: বাংলাদেশ পুলিশ।

বেলালের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ৬ টি ও নাগেশ্বরী থানায় ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।