জব্দকৃত ১৩ কেজি গাঁজা। ছবি : ডিএমপি নিউজ।

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. জসিম, মো. আব্দুল্লাহ ওরফে দিপু ও মো. মিরাজ খাঁন।

গতকাল বুধবার (৬ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে দারুস সালাম থানার আল মাহমুদ ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, দারুস সালাম থানার আল মাহমুদ ফিলিং স্টেশনের সামনে কিছু মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ওই তিন আসামিকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

মো. আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দারুস সালাম এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।