জব্দকৃত ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর খিলক্ষেত থেকে ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কাশেম, মো. শাফিকুল ও মো. তোফাজ্জল হোসেন। খবর ডিএমপি নিউজের।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে খিলক্ষেত থানার কুড়িল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, কিছু মাদক কারবারি কুমিল্লা জেলা থেকে পিকআপযোগে ফেনসিডিল নিয়ে রাজধানীর কুড়িল এলাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কুড়িল এলাকায় অবস্থান নেয়।

তিনি বলেন, পিকআপটি এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। তখন তাঁরা পিকআপ রেখে পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয়।

দেবাশীষ কর্মকার বলেন, পিকআপটি তল্লাশি করে ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।