ক্র্যাব বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সংগৃহীত

ক্র্যাব বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার)।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

এবার ‘বর্ষসেরা অপরাধবিষয়ক সাংবাদিকের পুরস্কার’ পেয়েছেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। সাইবার ক্রাইম প্রতিরোধ-সচেতনতা বিষয়ে বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ২০২৪ সালের সেরা রিপোর্টিং পুরস্কার পেয়েছেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানূনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার।

এবার প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন বিভাগে তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জন অ্যাওয়ার্ড পেয়েছেন।